হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
عَنِ الرَّضَا : یٰا دِعْبَلُ! اِرْثِ الْحسینؑ عَلَیْهِ السَّلاٰمُ فَانْتَ نَاصِرُنَا وَمَادِحُنٰا مٰا دُمْتَ حَیّاً فَلاٰ تُقْصِرْ عَنْ نَصْرِنَا مٰا اسْتطَعْتَ
ইমাম রেযা (আঃ) বলেছেন : "হে দে'বল! হোসায়েন বিন আলীর জন্য মর্সিয়া পাঠ কর। যতদিন তুমি জীবিত থাকবে ততদিন আমাদের সহায়ক এবং প্রশংসাকারী হও। আর কখনোই আমাদের স্মরণকে অবহেলা করবে না।"
উল্লেখিত হাদীসে ইমাম রেযা (আঃ) বলতে চাইছেন যে, ইমাম হোসায়েন (আঃ)-এর জন্য মর্সিয়া পাঠ করা আসলেই আহলেবায়েত এর সাহায্য করা। সেই সাথে প্রশংসাকারী আহলেবায়েত এর সহায় ও সহায়ক হয়।